Sunday, August 23, 2020
Saturday, August 8, 2020
Tuesday, July 28, 2020
Tuesday, May 26, 2020
ইসলামে আমাদের প্রয়োজন না আমাদের প্রয়োজনে ইসলাম ?
একদিন উমর (রাদিয়াল্লাহু আনহু) উবাই ইবনে কা’বকে (রাদিয়াল্লাহু আনহু) দেখলেন। উবাই কে? উবাই হলেন সেই ব্যক্তি, যার সম্পর্কে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “যদি কুরআন শিখতে চাও, তাহলে এই চারজনের কাছ থেকে শেখো।” চারজনের লিস্টের একজন ছিলেন উবাই ইবনে কা’ব (রা:) [সহীহ বুখারীঃ ৩৮০৮]।
উবাই (রা:) মার্কেটে হেঁটে যাচ্ছেন, তাঁর পেছনে কিছু ছাত্র। উমর (রা:) এটা দেখা মাত্র একটা লাঠি দিয়ে উবাইকে (রা:) আঘাত করলেন। লাঠির আঘাতে উবাই চমকে উঠলেন। যেনো আকাশ থেকে পড়ছেন! বলে উঠলেন, “আমি কী করলাম...আমি কী করলাম?”টাকা থাকলে-ই সব কিছু হয় না ! এস আলমের গাড়িতে...
Subscribe to:
Posts (Atom)