আপডেট» জাহানারা কম্পিউটার ট্রেনিং সেন্টার <আমাদের সেবা সমূহ> • কম্পিউটার প্রশিক্ষণ • কম্পিউটার কম্পোজ • কম্পিউটার সাভিসিং • কম্পিউটার নেটওয়ার্কিং • কম্পিউটার হার্ডওয়্যার • ছবি তোলা ও ছবি থেকে ছবি • ইন্টারনেট প্রশিক্ষণ • সাইবার ক্যাফে • আনলাইন ভারতের ভিসা আবেদন • আনলাইন চাকরির আবেদন • সকল পরিক্ষার ফলাফল পাওয়া • আনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে ভতির আবেদন • এ ছাড়া সকল প্রকার কম্পিউটারের কাজ করা হয় • সার্বিক যোগাযোগঃ আলী রেজা রাজু ০১৭১৯৯২০৯৮০,রিফানুজ্জামান সোহাগ ০১৯১৫২৪৪৪১৮ # Email:» jc.com80@gmail.com

Tuesday, February 2, 2016

চাকরির সাক্ষাৎকার

এড়িয়ে চলুন কয়েকটি মারাত্মক ভুল
বর্তমান চাকরির বাজারে চাকরি পাওয়া যেন সোনার হরিণ। চাকরির জন্য ছুটতে ছুটতে আপনি হয়তো ক্লান্ত। জীবনে অনেক সাক্ষাকার দিয়েছেনঅনেক সময় ভেবেছেন এবার চাকরিটা হয়েই যাবে। কিন্তু ডাক আসেনি। মনে ভর করেছে হতাশা। কিন্তু আসলেসমস্যাটা কী?
১. ব্যক্তিত্ব ও চিন্তাশীলতার প্রমাণ না দেয়া
সাক্ষাকারের সময় প্রত্যেকটি প্রশ্নের উত্তর হতে হবে যথাযথ ও সমৃদ্ধ। ভাসা ভাসা জ্ঞানদিয়ে অনুমান নির্ভর উত্তর না দেয়াই ভালো। কারণ,  চাকরিদাতারা রোবটের মতো উত্তর চান না। সুতরাং উত্তর দেয়ার ক্ষেত্রে আপনার ব্যক্তিত্বসততা ও চিন্তাশীলতার প্রমাণ দিন
২. না-বোধক’ উত্তর দেয়া
আপনি কি কাজটি করতে পারবেনআপনি কি চাকরিটি চানআপনি কি এ কাজের যোগ্যপ্রশ্ন তিনটি একজন চাকরিদাতার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই এ প্রশ্নগুলোর উত্তরে না’ শব্দ ব্যবহারের মতো ভুল করা থেকে বিরত থাকুন
৩. জব সম্পর্কে ভালো ধারণা না থাকা
ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে আপনি যে পদের জন্য সাক্ষাকার দিচ্ছেন সে পদে আপনার ভূমিকা ও কোম্পানি বা প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জেনে নিন। প্রতিষ্ঠানেরইতিহাসঅর্জনমূল্যবোধপণ্য বা সেবাগ্রাহক ইত্যাদি সম্পর্কে জানুন এছাড়া সংশ্লিষ্ট সেক্টরের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে গবেষণা করুন। সেজন্য প্রাতিষ্ঠানিক ব্লগপ্রকাশনা,ওয়েবসাইট ও ফেসবুক-টুইটারের সাহায্য নিন
৪. আপনার দক্ষতা সম্পর্কে না জানানো
ভাইভা বোর্ডে নির্দিষ্ট কোনো অভিজ্ঞতার কথা বলার চেয়ে কীভাবে আপনার দক্ষতারব্যবহার করেছেন কিংবা ফল অর্জন করেছেন তা কৌশলে বলে দেয়ার চেষ্টা করুন
চাকরির সাথে সঙ্গতিপূর্ণ কিছু উদাহরণ আপনার জীবন থেকে বাছাই করুন। এর আগেইউদাহরণগুলো আপনার সিভিতে সংক্ষেপে উল্লেখ করবেন। সাক্ষাকারে তা ব্যাখ্যা করুনতবে উদাহরণগুলো যেন প্রাসঙ্গিক হয় সে ব্যাপারে সচেতন থাকুন। কেননা অপ্রাসঙ্গিক উদাহরণ আপনার ব্যক্তিত্বকে খাটো করবে। আর সবার জন্য বিরক্তির কারণ হবে
৫. কেন চাকরিটি চান তা না জানা
প্রবল আগ্রহ ও প্রচেষ্টার অভাবে আপনি হারিয়ে ফেলতে পারেন প্রত্যাশিত চাকরিটিআপনাকে অবশ্যই বলতে হবে কোম্পানির চাওয়া ও আপনার ভূমিকা সম্পর্কে। আপনারব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানাতে আপনার সম্পর্কে কিছু বলুন’-এই প্রশ্নটিকে কাজে লাগানআপনার ভবিষ্য পরিকল্পনা ও চিন্তার ব্যাপারে প্রশ্নের জন্য প্রস্তুতি নিন। সুন্দরগোছালো ও চিন্তাশীলতার সাথে প্রশ্নটির উত্তর দিন উচ্চাভিলাসী হিসেবে নিজেকে উপস্থাপন করুনতবে অতিমাত্রায় নয়
৬. নেতিবাচক শারীরিক ভাষা
সাক্ষাকারের সময় নেতিবাচক শারীরিক ভাষার কারণেও আপনার সাধের চাকরিটি হাত ছাড়া হয়ে যেতে পারে। সেজন্য আপনার ওঠাবসাপ্রশ্নের উত্তর দেয়া সব ক্ষেত্রেআত্মবিশ্বাসী হোন
৭. অপেশাদার মন্তব্য
কারো ব্যাপারে অভিযোগকারী কোনো সহকর্মীর সাথে সাধারণত কেউ কাজ করতে চায় না সেজন্য আগের অফিসের ব্যবস্থাপক বা সহকর্মী সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্যকরবেন না। বরং সবার সাথে মিলে মিশে কাজ করদেত পারবেন সেটাই প্রমাণ করারচেষ্টা করুন
৮. ফলোআপ না করা
সাক্ষাকারের পর ধন্যবাদ জ্ঞাপন করে চাকরিদাতাকে চিঠি পাঠানো নিজেকে উপস্থাপনের কার্যকর পন্থা হতে পারে। প্রত্যাশিত সময়ের মধ্যে যদি প্রতিষ্ঠান কোনো সিদ্ধান্ত না জানায়, তবে ফলোআপ চিঠি আপনার দৃঢ়তা ও এগিয়ে থাকার সক্ষমতা প্রমাণ করবে
মো: বাকীবিল্লাহ

No comments:

Post a Comment